
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান দেশে এক নতুন বিপ্লবের সূচনা করেছে, যার পুরো কৃতিত্বই ছাত্র-জনতার। রোববার (৩ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত আন্তঃহল মুক্ত গদ্য রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘জুলাই আন্দোলনের শিক্ষা ও ভবিষ্যৎ প্রভাব’ শীর্ষক এ অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ড. ফায়েজ বলেন, “ছাত্রসমাজ শুধু ইতিহাস সৃষ্টি করেনি, তারা দেশের ভবিষ্যতের রূপকারও বটে।”
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “নিজেদের এমনভাবে গড়ে তুলতে হবে যেন আগামীর পৃথিবীতে নেতৃত্ব দিতে পারেন। আজকের কাজ আগামীর জন্য ফেলে রাখা চলবে না।” বক্তব্যে তিনি শিক্ষা ও চিন্তার মুক্ত পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেন এবং বলেন, “গণঅভ্যুত্থান কেবল রাজনৈতিক জাগরণ নয়, এটি ছিল নৈতিক মূল্যবোধ ও ন্যায়বিচার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন।” অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের জ্ঞান, সৃজনশীলতা ও দায়িত্ববোধের সমন্বয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে গদ্য রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের নারী ও পুরুষ বিভাগে আলাদাভাবে ক্রেস্ট ও অর্থ পুরস্কার প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহণকারী সকল প্রতিযোগীর হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট। শিক্ষার্থীরা জানান, এই ধরনের আয়োজন শুধু প্রতিভা প্রকাশের সুযোগ দেয় না, বরং সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক বিষয়ে চিন্তা করার ক্ষেত্রও তৈরি করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশা ব্যক্ত করেন।