বিচার বিভাগই ছিল ফ্যাসিস্ট শাসকের প্রধান শক্তি

বিতর্কিত মন্তব্যে আবারও আলোচনায় এলেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেছেন, বাংলাদেশের ইতিহাসে ফ্যাসিস্ট শাসনের প্রধান সহায়ক শক্তি ছিল না আমলাতন্ত্র, বরং ছিল বিচার বিভাগ। রোববার (৩ আগস্ট) মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজে আয়োজিত ‘শাপলা থেকে জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। তার মতে, এটিই ছিল “ইউনিক ক্যারেক্টার অফ দিস হাসিনাস ফ্যাসিজম”। তিনি আরও বলেন, আদালত স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বিতর্কিত করতে রাজনৈতিক এজেন্ডার অংশ হিসেবে এক পক্ষীয় ব্যাখ্যা দিয়েছে।


মাহমুদুর রহমান বলেন, ফ্যাসিস্ট শাসকরা সাধারণত পার্শ্ববর্তী দেশগুলোকে নিজেদের উপনিবেশ বানাতে চায়। কিন্তু বাংলাদেশে ঘটেছে এর উল্টো ঘটনা। তার ভাষায়, “বিগত সরকার টিকে থাকার জন্য ভারতকে খুশি করে দেশকে তাদের উপনিবেশে রূপান্তর করেছে।” তিনি আরও দাবি করেন, “ফ্যাসিবাদী শক্তি আবার ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছে কারণ দেশের রাজনৈতিক ঐক্য ভেঙে গেছে। যদি জুলাই গণঅভ্যুত্থানের মতো ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যেতাম, তাহলে তারা সাহস পেত না।” তিনি রাজনৈতিক ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, এই ঐক্যই একমাত্র পথ যা ভবিষ্যতে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারে।


শেখ হাসিনার প্রসঙ্গে মাহমুদুর রহমান বলেন, “তিনি দেশে ফিরতে পারবেন না, যতদিন না আমরা ভারতকে বাধ্য করতে পারবো। শুধু বিচারের মুখোমুখি হওয়ার জন্যই একদিন তাকে দেশে ফিরতে হবে।” সভায় কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুন নাহারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক শফিক ইসলাম, জগলুল আসাদ, আব্দুল মান্নান ও গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থী ইউনুস হোসাইন। মাহমুদুর রহমানের বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, অনেকে বলছেন তার মন্তব্য দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং বিচারব্যবস্থার ওপর এক ধরনের গভীর আস্থাহীনতার প্রকাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *