ডেঙ্গু থামছেই না! ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৪৩, তবে নেই মৃত্যু

দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৩৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। যদিও এই সময়ে কারও মৃত্যু হয়নি, তবে রোগীর সংখ্যা বৃদ্ধি উদ্বেগ বাড়াচ্ছে স্বাস্থ্য কর্মকর্তাদের। রোববার (৩ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে ঢাকা ও তার বাইরের জেলাগুলোতে রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে।


বিজ্ঞপ্তি অনুযায়ী, সর্বশেষ আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১১ জন, চট্টগ্রামে ৫১ জন, ঢাকা বিভাগের বাইরের এলাকায় ৫৪ জন, ঢাকা উত্তর সিটিতে ৬৪ জন, দক্ষিণ সিটিতে ৫৯ জন এবং ময়মনসিংহ বিভাগে ৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। যদিও ঢাকা শহর এখনো ডেঙ্গুর কেন্দ্রবিন্দু, তবে অন্যান্য বিভাগেও পরিস্থিতি দ্রুত অবনতি ঘটছে। চিকিৎসকরা বলছেন, বারবার বৃষ্টিপাত ও মশার প্রজননের অনুকূল পরিবেশ এ বৃদ্ধির পেছনে বড় কারণ।


চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২১ হাজার ৬৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৮৪ জন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, প্রতি বছর ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নেওয়ার কারণে এই রোগ এখন প্রায় নিয়মিত স্বাস্থ্যসংকটে পরিণত হয়েছে। তারা দ্রুত মশকনিধন কার্যক্রম ও জনসচেতনতামূলক প্রচার চালানোর ওপর জোর দিয়েছেন। বিশেষ করে শিশু ও বয়স্কদের নিয়ে আলাদা সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *