
‘জুলাই অভ্যুত্থান’-এর প্রথম বার্ষিকী উপলক্ষে ছাত্রদল আয়োজিত সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “দেশ আজ বিভেদ ও প্রতিহিংসার রাজনীতিতে বিধ্বস্ত। কিন্তু মানুষ প্রত্যাশা করে দায়িত্বশীল ও গুণগত রাজনীতি।” রোববার (৩ আগস্ট) বিকেলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, “বিএনপি জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি চায়, প্রতিহিংসার নয়।”
তারেক রহমান বলেন, গত দেড় দশকে ছাত্রদলের হাজার হাজার নেতা-কর্মী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জীবন দিয়েছে। তবুও কোনো দমন-পীড়ন তাদের থামাতে পারেনি। তিনি উল্লেখ করেন, “ফ্যাসিস্ট চক্র দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে, ক্যাম্পাসগুলোকে পরিণত করেছে সন্ত্রাসীদের অভয়ারণ্যে, এমনকি কনসেনট্রেশন ক্যাম্পে।”
তারেক রহমান ছাত্র সমাজকে উদ্দেশ করে বলেন, “এখন সময় এসেছে ছাত্র রাজনীতির গুণগত মান পরিবর্তনের। প্রতিটি ক্যাম্পাসে সমস্যা ও সম্ভাবনা নিয়ে সচেতন হতে হবে, হতে হবে যোগ্যতম।” তিনি আরও বলেন, বিএনপি তরুণ উদ্যোক্তাদের নিয়ে একটি ই-কমার্স ভিত্তিক উদ্যোগ নিতে চায়, যার মাধ্যমে দেশি পণ্য আন্তর্জাতিক বাজারে পৌঁছানো সম্ভব। এছাড়া বলেন, “৪ কোটি নতুন ভোটার যুক্ত হয়েছে, কিন্তু তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। সামনে সেই অধিকার পুনঃপ্রতিষ্ঠার বিরাট সুযোগ এসেছে।”
বক্তব্যের শেষে তারেক রহমান তরুণ ভোটারদের উদ্দেশ্যে বলেন, “তারুণ্যের প্রথম ভোট হোক ধানের শীষে।” এমন আহ্বান জানিয়ে তিনি ফ্যাসিবাদমুক্ত একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার ডাক দেন।