৫ আগস্টে সারাদেশে গণমিছিল করবে জামায়াত

জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আগামী মঙ্গলবার (৫ আগস্ট) দেশব্যাপী শান্তিপূর্ণ গণমিছিল কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি জানান, এর আগেই ঘোষিত মাসব্যাপী কর্মসূচির ধারাবাহিকতায় মহানগর ও জেলা পর্যায়ে গণমিছিল আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘গণমিছিলকে সফল করতে প্রতিটি জেলা ও মহানগর শাখা ইতোমধ্যেই প্রস্তুতি গ্রহণ করেছে। দলের নেতাকর্মীদেরকে সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে অংশগ্রহণ নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।’ জামায়াত এই কর্মসূচির মাধ্যমে ‘জুলাই অভ্যুত্থানের চেতনা’ স্মরণ করার পাশাপাশি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ‘গণতন্ত্র ও মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা’র আহ্বান জানাবে বলে জানা গেছে।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দেশের সকল নাগরিককে এই গণমিছিলে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, “আন্দোলন-সংগ্রাম সকলের অধিকার। এই গণমিছিল হবে নির্ভেজাল শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক।” একইসঙ্গে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে কর্মসূচিকে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সহযোগিতার অনুরোধ জানান। জামায়াতের এই কর্মসূচিকে ঘিরে রাজধানীসহ বিভিন্ন জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *