এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আন্দোলন অব্যাহত, অর্থ মন্ত্রণালয়ের ব্যাখ্যা প্রত্যাখ্যান

ঢাকা, ২৪ মে:
এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিল ও চেয়ারম্যানের অপসারণ নিয়ে অর্থ মন্ত্রণালয়ের ব্যাখ্যাকে অস্পষ্ট এবং অসন্তোষজনক আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’। পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত পূর্বঘোষিত আন্দোলন এবং পূর্ণাঙ্গ কর্মবিরতি অব্যাহত থাকবে।

শনিবার রাজধানীর এনবিআর ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার এদিপ বিল্লাহ, উপ-কর কমিশনার মো. মোস্তফিজুর রহমান এবং সহকারী কর কমিশনার মো. ইশতিয়াক হোসেন।

নেতারা জানান, অর্থ মন্ত্রণালয় গত বৃহস্পতিবার এনবিআর সংশোধনের যে ঘোষণা দেয়, তাকে স্বাগত জানানো হলেও মূল চার দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

দাবিগুলোর মধ্যে রয়েছে:

  1. এনবিআর বিলুপ্তির ঘোষিত অধ্যাদেশ অবিলম্বে বাতিল।
  2. জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অবিলম্বে অপসারণ।
  3. রাজস্ব সংস্কারবিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ ওয়েবসাইটে প্রকাশ।
  4. এনবিআর প্রস্তাবিত খসড়া ও সুপারিশসমূহ সকল অংশীজনের মতামতের ভিত্তিতে টেকসই সংস্কারের উদ্যোগ।

পরিষদের লিখিত বক্তব্যে বলা হয়, চলমান কর্মসূচির কারণে করদাতা ও সেবাপ্রার্থীদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হচ্ছে। একইসঙ্গে দাবি আদায়ের পর অতিরিক্ত সময় কাজ করে সৃষ্ট কাজের জট নিরসনের প্রতিশ্রুতিও দেয়া হয়েছে।

এদিন, কাস্টমস হাউজ ও এলসি স্টেশন ব্যতীত দেশের সব রাজস্ব অফিসে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালিত হয়। এর ফলে ভ্যাট, আয়কর ও কাস্টমস অফিস কার্যত স্থবির হয়ে পড়ে। পরিস্থিতি মোকাবেলায় আগারগাঁওয়ের রাজস্ব ভবনের নিরাপত্তা জোরদার করা হয় এবং সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *