
পটুয়াখালীর মির্জাগঞ্জে বহু বছর ধরে এলাকাবাসীকে জিম্মি করে রাখা চিহ্নিত চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী মো. রাসেল মৃধা (৪৫) অবশেষে গ্রেপ্তার হয়েছেন যৌথবাহিনীর অভিযানে। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে মির্জাগঞ্জ সেনা ক্যাম্পের একটি বিশেষ ইউনিট ও থানা পুলিশের যৌথ অভিযানে দক্ষিণ কাকড়াবুনিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে মাদক বিক্রি, জমি দখল, চাঁদা আদায় ও নিরীহ মানুষকে ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করলেও এবার তার অপকর্মের অবসান হলো বলে মনে করছেন স্থানীয়রা।
সেনাবাহিনী ও পুলিশের যৌথ তদন্তে উঠে এসেছে, রাসেল মৃধা ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে আটকের নামে টাকা আদায় করতেন। আবার প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে মেয়েকে জোর করে তুলে নিয়ে মুক্তিপণ আদায়, দোকান থেকে বাকিতে মাল নিয়ে মূল্য পরিশোধ না করা, চাঁদা না দিলে মারধর ও প্রাণনাশের হুমকির মতো বহু অভিযোগ তার বিরুদ্ধে ছিল। সাধারণ মানুষ এতদিন ভয়ে মুখ খুলতে সাহস পাননি। বৃহস্পতিবারের অভিযানে তার কাছ থেকে ২ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৬১ হাজার ৪০৯ টাকা ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়। স্থানীয়রা বলছেন, তার গ্রেফতারের মাধ্যমে তারা কিছুটা হলেও স্বস্তি ফিরে পেয়েছেন।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, “গ্রেফতারকৃত রাসেল মৃধার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।” তিনি আরও বলেন, এলাকায় শান্তি ফিরিয়ে আনতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। এলাকাবাসীর প্রত্যাশা, প্রশাসনের এই পদক্ষেপ যেন শুধু একটি ঘটনার মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং সব ধরনের সন্ত্রাস-চাঁদাবাজদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে ব্যবস্থা নেওয়া হয়।