আগামী নির্বাচন প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ: তারেক রহমান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ‘দেশের প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ফ্যাসিবাদ, উগ্রবাদ ও চরমপন্থাকে রুখে দিতে হলে সমাজের প্রতিটি স্তরে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে—এবং এই প্রক্রিয়ায় নারীদের ভূমিকাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীতে মহিলা দলের আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। তারেক রহমান বলেন, “একজন মায়ের চোখে বাংলাদেশ যেমন হওয়া উচিত, সেই বাংলাদেশ গড়তে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তারেক রহমান আরও বলেন, “নারীরা অতীতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তবে এখনও তারা অর্থনৈতিক স্বাবলম্বীতার ক্ষেত্রে পিছিয়ে। তাদের শক্তিকে কার্যকরভাবে কাজে না লাগিয়ে কোনো রাষ্ট্রই এগোতে পারে না।” তিনি জানান, বিএনপি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বাস্তবসম্মত পরিকল্পনা হাতে নিয়েছে। নারী শিক্ষা, কর্মসংস্থান ও উদ্যোক্তা সহায়তার মাধ্যমে পরিবারে ও সমাজে সহিংসতা কমিয়ে একটি মানবিক ও সমতার বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে দলটি।

সভায় তারেক রহমান ঘোষণা দেন, বিএনপি সরকার গঠন করতে পারলে প্রথম পর্যায়ে কমপক্ষে ৫০ লক্ষ প্রান্তিক পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। এর মাধ্যমে খাদ্য, শিক্ষা ও চিকিৎসা খাতে বিশেষ সুবিধা পাবে সুবিধাবঞ্চিত পরিবারগুলো। তিনি বলেন, “আমরা এমন এক বাংলাদেশ চাই, যেখানে নারী-পুরুষ নির্বিশেষে সবাই নিরাপদে, সম্মানের সঙ্গে, অংশগ্রহণমূলক সমাজে বাস করতে পারবেন।” বক্তৃতার শেষদিকে তিনি নারী সমাজকে ঐক্যবদ্ধ থাকার এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *