
ঢাকা, ২৪ মে:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দাবি জানিয়েছে, শেখ হাসিনার শাসনামলে অনুষ্ঠিত সকল জাতীয় ও স্থানীয় নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে হবে। শনিবার (২৪ মে) প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, “শেখ হাসিনা ফ্যাসিবাদী পন্থায় মানুষের ভোটাধিকার হরণ করেছিলেন। তার আমলে অনুষ্ঠিত সকল নির্বাচন ছিল প্রহসনের নামান্তর। সেসময়ে বিরোধী দলগুলোও এই নির্বাচনগুলোকে প্রত্যাখ্যান করেছিল। এখন এসব নির্বাচনকে ঘিরে আদালতে নানা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, তাই আইনগতভাবে সেগুলোকে অবৈধ ঘোষণা করা জরুরি।”
বৈঠকে তারা সরকারের প্রতি সমর্থন জানিয়ে বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে যে দায়িত্ব নিয়ে প্রধান উপদেষ্টা সরকারে এসেছেন, তা যেন তিনি রক্ষা করেন। তিনি আরও জানান, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঘোষিত ‘জুলাই সনদ’ জারির বিষয়ে সরকারকে ৩০ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, যাতে নির্ধারিত সময়ের মধ্যেই ঘোষণা বাস্তবায়ন করা হয়। এ বিষয়ে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা।
জুলাই অভ্যুত্থনে শহীদ ও আহতদের পুনর্বাসন প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক অভিযোগ করেন, “গণপূর্ত অধিদপ্তর যে সঞ্চয়পত্র দেয়ার কথা বলেছিল, তা এখনও অনেক শহীদ পরিবারের হাতে পৌঁছায়নি। এছাড়া ঘোষিত মাসিক ভাতাও এখনও কার্যকর হয়নি। বিষয়টি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছি।”
নির্বাচন কমিশন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “বর্তমান নির্বাচন কমিশনের ওপর আমাদের কোনো আস্থা নেই। কমিশন পুনর্গঠনের মাধ্যমে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে হবে, যাতে নাগরিক সেবা নিশ্চিত হয়।”
তিনি আরও জানান, বিচার ব্যবস্থা, স্থানীয়-গণপরিষদ নির্বাচন এবং ‘জুলাই সনদ’—এই তিনটি বিষয়ে সমন্বিত একটি রোডম্যাপ তৈরি করে সরকার পরিচালনার দাবি জানিয়েছে এনসিপি।
ছাত্র উপদেষ্টার পদত্যাগ নিয়েও মন্তব্য করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, “গণঅভ্যুত্থানের চেতনায় তারা সরকারে এলেও তাদের ‘মামা’দের সাথে মিলিয়ে ফেলা হয়েছে, যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং নিন্দনীয়।”