
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন না হলে এই অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে। তিনি বলেন, “দেশের মানুষ আর ধোঁকায় পড়বে না। সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে, না হলে সরকার টিকবে না।” ৩০ জুলাই (বুধবার) বিকেলে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স সোসাইটির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির এই শীর্ষ নেতা।
হাবিব ছাত্র রাজনীতির বর্তমান অবস্থা নিয়ে বলেন, ছাত্ররা আজ বিভ্রান্তির পথে গেছে। বিএনপিকে যারা চাঁদাবাজ বলছে, তারা নিজেরাই লুটপাটে জড়িত। তিনি জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে বলেন, “সর্ববৃহৎ লুট করেছে তারা, অথচ ছাত্রদের সামনে বিএনপিকে খাটো করা হচ্ছে।” এনসিপির ছাত্রদেরও দায়ী করে বলেন, “তাদের পদযাত্রা ও বিলাসিতা সরকারি অর্থেই চলছে।” তিনি এই বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত দাবি করেন এবং প্রশ্ন তোলেন ছাত্রদের অতিরিক্ত গাড়ি, টাকার উৎস কোথা থেকে আসে।
সভায় বিএনপির এই নেতা স্বাধীনতাবিরোধীদের তীব্র সমালোচনা করে বলেন, “পাকিস্তানি প্রেতাত্মা রাজাকাররা আজ জাতীয় পতাকা ও সংবিধান নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে”। এ সময় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং তারেক রহমানকে নিয়ে কটুক্তি ও আপত্তিকর স্লোগান প্রত্যাহারের আহ্বান জানান এনসিপি নেতাকর্মীদের প্রতি। তাঁর বক্তব্যে স্পষ্টভাবে উঠে এসেছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির ক্ষোভ, উদ্বেগ এবং আগামী নির্বাচনের বিষয়ে দৃঢ় অবস্থান।