
বাংলাদেশের ব্যাংকিং ও ডিজিটাল আর্থিক ব্যবস্থায় বড় ধরনের সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ৩০ জুলাই (বুধবার) বাংলাদেশ ব্যাংকের আইসিটি বিভাগ থেকে দেশের সব তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এক চিঠিতে এই সতর্কতা জানানো হয়। এতে বলা হয়, দেশের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (CII), স্বাস্থ্যখাত, সরকারি ও বেসরকারি সংস্থাসহ বিশেষ করে আর্থিক খাত বড় ধরনের সাইবার হুমকির মুখে রয়েছে। নানা উৎস থেকে এমন আশঙ্কার তথ্য উঠে আসায় বাংলাদেশ ব্যাংক জরুরি ভিত্তিতে সাইবার সুরক্ষা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।
চিঠিতে ১৪টি নিরাপত্তা নির্দেশনা তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে: সার্ভার ও ডেটাবেজ নিয়মিত আপডেট, অপ্রয়োজনীয় পোর্ট বন্ধ করা, গুরুত্বপূর্ণ ডেটা এনক্রিপ্ট করা, ৩-২-১ ব্যাকআপ কৌশল অনুসরণ, মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু, ইনসিডেন্ট রেসপন্স প্ল্যান তৈরি এবং সাইবার নিরাপত্তা মনিটরিংয়ের জন্য ২৪/৭ ভিত্তিতে টিম প্রস্তুত রাখা। বাংলাদেশ ব্যাংক স্পষ্টভাবে জানিয়েছে, এসব পদক্ষেপ গ্রহণে বিলম্ব হলে আর্থিক খাতে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হতে পারে। সন্দেহজনক লগইন, ফাইল পরিবর্তন ও বহিরাগত সংযোগ পর্যবেক্ষণের পাশাপাশি দ্রুত ব্যবস্থা নিতে এবং তা কেন্দ্রীয় ব্যাংককে অবহিত করার নির্দেশনাও রয়েছে।
সাইবার হামলা প্রতিরোধে বাংলাদেশ ব্যাংক প্রত্যাশা করছে যে, সব প্রতিষ্ঠান এখনই নিজেদের সিস্টেম পর্যালোচনা করে প্রয়োজনীয় প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করবে। কেন্দ্রীয় ব্যাংকের মতে, সময়োপযোগী প্রস্তুতি না থাকলে দেশজুড়ে ডিজিটাল অর্থনীতির অগ্রগতিতে বড় ধরনের বাধা তৈরি হতে পারে। প্রতিষ্ঠানগুলোকে তাদের ব্যবসায়িক ধারাবাহিকতা পরিকল্পনা (BCP) এবং ডিজাস্টার রিকভারি প্ল্যান (DRP) হালনাগাদ করে বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে, যেন দেশের আর্থিক খাত সুরক্ষিত থাকে যেকোনো সাইবার বিপর্যয় থেকে।