
আসন্ন ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালতে ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সুপ্রিম কোর্ট প্রশাসন কর্তৃক জারি করা পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সরকার মন্ত্রিপরিষদ বিভাগের ২ জুলাইয়ের প্রজ্ঞাপন অনুসারে প্রতিবছর ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে সাধারণ ছুটির দিন হিসেবে ঘোষণা করেছে, যা এই বছর থেকে কার্যকর হচ্ছে।
এক বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্ট জানায়, “বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগ (আপিল ও হাইকোর্ট) ৫ আগস্ট মঙ্গলবার ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সাধারণ ছুটির আওতায় থাকবে।” আদালতের কার্যক্রম ওই দিন বন্ধ থাকবে এবং কোনো বেঞ্চ বসবে না। এটি হবে প্রথমবারের মতো সরকারি ছুটি হিসেবে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালন, যেটি গত বছরের ভয়াবহ ঘটনার স্মরণে সরকারিভাবে স্বীকৃতি পেয়েছে।
আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধু সুপ্রিম কোর্ট নয়, দেশের সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল একইভাবে ৫ আগস্ট ছুটির আওতায় থাকবে। আদালত অঙ্গনের সংশ্লিষ্ট সব আইনজীবী, বিচারক এবং কর্মচারীদের উদ্দেশে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্তকে অনেকেই জুলাই গণ-আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতীকী পদক্ষেপ হিসেবে দেখছেন। বিচার বিভাগের এমন ছুটি ঘোষণায় রাজনৈতিক ও নাগরিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে, তবে অধিকাংশই এটিকে একটি ইতিবাচক স্বীকৃতি হিসেবে স্বাগত জানাচ্ছেন।