জুলাই সনদের খসড়া নিয়ে সন্তুষ্ট নয় জামায়াতও!

জাতীয় ঐকমত্য কমিশনের প্রকাশিত জুলাই সনদের খসড়া নিয়ে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে জামায়াতে ইসলামীর শীর্ষ পর্যায়ের নেতৃত্ব। দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের একে “অসম্পূর্ণ ও কিছু অংশ বিপজ্জনক” আখ্যা দিয়ে বলেন, “আজ তারা বলছে এটা কেবল একটি নমুনা, ভুল হয়েছে। যদি সত্যিই তাই হয়, তাহলে মন্তব্যের দরকার নেই। কিন্তু যদি এটিই মূল বক্তব্য হয়, তাহলে একে কোনোভাবেই গ্রহণযোগ্য বলা যাবে না।” মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলমান সংলাপের ২১তম দিনের বিরতিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি জানান, জামায়াত নিজস্ব একটি খসড়া সনদ প্রস্তুত করছে, যা শিগগিরই ঐকমত্য কমিশনে জমা দেওয়া হবে।

আইনগত ভিত্তি ছাড়া এই প্রক্রিয়া এগিয়ে নেয়া হলে তা রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ হবে বলেও সতর্ক করেন তাহের। তিনি বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটি আইনগত কাঠামো আবশ্যক। এজন্য দুটি পথ খোলা থাকতে পারে— প্রথমত, একটি অধ্যাদেশের মাধ্যমে কাঠামো তৈরি করে পরে নির্বাচিত সংসদের মাধ্যমে তা অনুমোদন, অথবা দ্বিতীয়ত গণভোটের মাধ্যমে সরাসরি জনসমর্থন গ্রহণ।” তার মতে, যে কোনো একটি আইনি পথ ছাড়া সনদ বাস্তবায়নের প্রয়াস রাজনৈতিক বিভ্রান্তি তৈরি করতে পারে এবং গণতন্ত্র চর্চার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

একই মঞ্চে জামায়াতের আগে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন। তিনি বলেন, “ঐকমত্য কমিশন ছয়টি সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতির কথা বললেও সেসব নিয়ে আলোচনা না করেই হঠাৎ করে জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে। এটা আমরা সঠিক কাজ মনে করি না।” এনসিপির পক্ষ থেকে খসড়া প্রকাশের প্রক্রিয়া এবং আলোচনার পদ্ধতির প্রতি গভীর আপত্তি জানিয়ে বলা হয়, মৌলিক নীতিগত বিষয়ে ঐক্যমত্য না থাকলে এই সনদের ভবিষ্যৎ অনিশ্চিত। সংশ্লিষ্ট দুই দলের বক্তব্য স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে, জুলাই সনদের গ্রহণযোগ্যতা ও বাস্তবায়ন এখনও রাজনৈতিকভাবে দৃঢ় ভিত্তির উপর দাঁড়িয়ে নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *