ঢাকা থেকে জঙ্গি বিমান প্রশিক্ষণ ঘাঁটি সরানো হবে না: বিমানবাহিনী

রাজধানী ঢাকা থেকে জঙ্গি বিমান প্রশিক্ষণ ঘাঁটি সরানোর কোনো পরিকল্পনা নেই, এমন ঘোষণা দিয়েছেন বাংলাদেশ বিমানবাহিনীর বিমান পরিচালনা পরিদপ্তরের পরিচালক এয়ার কমডোর শহীদুল ইসলামসোমবার (২৮ জুলাই) দুপুরে তেজগাঁওয়ে বাংলাদেশ অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ঢাকা ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। শহীদুল ইসলাম বলেন, “যুদ্ধবিমান পরিচালনায় বিশাল জায়গা ও নিরবচ্ছিন্ন নিরাপত্তা প্রয়োজন। রাজধানীর আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করার জন্য ঢাকায় এই ঘাঁটি অপরিহার্য। বিশ্বের বহু রাজধানীতে এমন ঘাঁটি রয়েছে, বাংলাদেশেও তার ব্যতিক্রম নয়।”

এ সময় বিমানবাহিনীর জরুরি সমন্বয় কেন্দ্রের প্রধান সমন্বয়ক এয়ার কমডোর মো. মিজানুর রহমান বলেন, সম্প্রতি ঘটনার পরিপ্রেক্ষিতে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের পাশে থাকবে বিমানবাহিনী। “আমরা প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ,” বলেন তিনি। দুর্ঘটনার সময় পাইলট তৌকির ও এয়ার ট্রাফিক কন্ট্রোলের মধ্যে যোগাযোগ ছিল কি না, এমন প্রশ্নে মিজানুর রহমান জানান, বিষয়টি তদন্তে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনার শেষ মুহূর্ত পর্যন্ত পাইলটের সঙ্গে যোগাযোগ ছিল।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসের অধ্যক্ষ জাহাঙ্গীর খান। তিনি জানান, ঘটনার দিন স্কুলে ৭৩৮ শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৫৩৮ জন। নিচতলার গ্রিল বসানো নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “পুরো জায়গাটি একসময় নিচু ছিল, পরে উঁচু করার সময় শিশুদের নিরাপত্তা বিবেচনায় নিচতলায় গ্রিল বসানো হয়।” স্কুল কবে খুলবে, এ বিষয়ে তিনি বলেন, “এখনো নির্ধারণ হয়নি, তবে যত দ্রুত সম্ভব শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের ফেরাতে চায় প্রতিষ্ঠানটি।” এই ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা ও অবকাঠামোগত ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবছে স্কুল কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *