সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কমিশন গঠন করে প্রজ্ঞাপন

সরকারি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর! নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে ‘জাতীয় বেতন কমিশন, ২০২৫’ গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। রোববার (২৭ জুলাই) সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে সভাপতি করে এই কমিশন গঠনের ঘোষণা আসে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিশন প্রথম সভা থেকে ছয় মাসের মধ্যে সরকারের কাছে সুপারিশ জমা দেবে।


কমিশনে তিনজন পূর্ণকালীন এবং ১৯ জন খণ্ডকালীন সদস্য থাকবেন বলে জানানো হয়েছে। পূর্ণকালীন সদস্য হিসেবে আছেন সাবেক সচিব ড. মোহাম্মদ আলী খান, সাবেক হিসাব মহানিয়ন্ত্রক মো. মোসলেম উদ্দীন এবং সাবেক রাষ্ট্রদূত মো. ফজলুল করিম। এই কমিশন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও শিল্প প্রতিষ্ঠানে কর্মরতদের জন্য নতুন বেতন কাঠামোর সুপারিশ প্রস্তুত করবে।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ১৫ অনুযায়ী এই কমিশন গঠন করা হয়েছে। মূলত দীর্ঘদিন ধরে বিভিন্ন মহলে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা পুনর্মূল্যায়নের দাবি উঠছিল। সেই প্রেক্ষিতে গত ২৪ জুলাই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *