স্বাধীনতার পর রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা জুলাই গণঅভ্যুত্থান

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা হিসেবে বর্ণনা করেছেন। রোববার (২৭ জুলাই) নেত্রকোনায় এনসিপির “জুলাই পদযাত্রা” উপলক্ষে আয়োজিত এক জনসভায় তিনি বলেন, এই দিনটি প্রমাণ করেছে জনগণই প্রকৃত ক্ষমতার উৎস। ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে সাধারণ মানুষের শক্তি এবং ঐক্যের বাস্তব প্রমাণ মিলেছে ওই অভ্যুত্থানে।

সমাবেশে নাহিদ ইসলাম বলেন, “আমরা দীর্ঘদিন ধরে একটি নতুন সংবিধান এবং সার্বিক রাষ্ট্র সংস্কারের দাবি জানিয়ে আসছি। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বশীল একটি সংবিধানই পারে এই সংকট কাটাতে।” তিনি আরও জানান, এনসিপি শুধু রাজনৈতিক দৃষ্টিভঙ্গিই নয়, একটি জনকল্যাণমূলক রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের মতো মৌলিক অধিকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। তিনি মুজিববাদ এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধিতাকে এনসিপির নীতিগত অবস্থান বলে উল্লেখ করেন। x

তরুণদের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ বলেন, “এনসিপি গঠিত হয়েছে নতুন প্রজন্মকে সামনে রেখেই। এই তরুণরাই হবে আগামীর বাংলাদেশ গড়ার কারিগর। আমরা চাই, প্রবীণরা অভিভাবকের মতো পাশে দাঁড়িয়ে পরামর্শ ও দিকনির্দেশনা দিয়ে তরুণদের এগিয়ে যেতে সহায়তা করবেন।” নেত্রকোনার এই সমাবেশে অংশগ্রহণকারীরা জাতীয় রাজনীতিতে এনসিপির সক্রিয় ভূমিকা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং দলের এমন অবস্থানকে সময়োপযোগী বলে আখ্যা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *