চট্টগ্রামে এক বিয়ের বরযাত্রীরা খেয়ে ফেলল অন্য বিয়ের খাবার

চট্টগ্রামের মীরসরাইয়ে ঘটেছে চমকপ্রদ এক ঘটনা। ভুলবশত অন্য বিয়ের আয়োজনে ঢুকে পড়েন এক বরযাত্রার ৭০ জন সদস্য এবং খেয়ে ফেলেন সেই অনুষ্ঠানের ভোজের খাবার! শুক্রবার (২৫ জুলাই) মীরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের ফাইভ স্টার ও সোনালী কমিউনিটি সেন্টারে এই ঘটনা ঘটে। বিয়ের আমেজ, তাড়াহুড়া ও একই সময় দুইটি বিয়ের কারণে ঘটে এই হাস্যকর বিভ্রান্তি। দুই কমিউনিটি সেন্টার ছিল মাত্র ৫০০ মিটার দূরত্বে। সোনালী কমিউনিটি সেন্টারের বরযাত্রীরা ভুল করে পাশের ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে ঢুকে পড়েন এবং সেখানে বিনা জিজ্ঞাসায় ভোজে অংশ নেন।


ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে আয়োজনকারী পক্ষের একজন সদস্য তাসিব তানজিল বলেন, “আলহামদুলিল্লাহ, তারা প্রায় ১০০ জন খাওয়ার পরও আমাদের খাবার বাকি ছিল। আমরা এতে বিরক্ত নই, বরং মনে করি রিজিক যার যেখানে লেখা আছে, সেটাই ঘটে।” তাসিবের এই বক্তব্যে বোঝা যায়, আয়োজকেরা পরিস্থিতি নিয়ে বেশ ইতিবাচক ছিলেন এবং ঘটনাটি গ্রহণ করেছেন হাস্যরসের সঙ্গে। এটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ইতিমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে।


স্থানীয় বাসিন্দা শাহিন আলম বলেন, “সোনালী ক্লাবে বিএনপির এক নেতার মেয়ের বিয়ের অনুষ্ঠান হচ্ছিল বলে শুনেছিলাম। কিন্তু বরযাত্রীরা ভুল করে পাশের ক্লাবে গিয়ে অন্যের ভোজে অংশ নিয়ে চলে যান।” এ ঘটনায় কেউ আহত না হলেও উপস্থিত লোকজনের মাঝে রীতিমতো হইচই পড়ে যায়। পরে দুই পক্ষ বিষয়টি বুঝতে পেরে হাসিমুখেই সমাধান করেন। এ ঘটনা আবারও প্রমাণ করল—বাংলাদেশি বিয়েতে শুধু মিষ্টি মুখই নয়, মাঝে মাঝে ভুল করেও ‘মিষ্টি গল্প’ তৈরি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *