
তথ্য বিকৃতি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন কাজ করছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ.এম.এম নাসির উদ্দিন। শনিবার (২৬ জুলাই) সকালে খুলনায় অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “নির্বাচনের পরিবেশ যাতে প্রযুক্তিনির্ভর গুজব বা ভুয়া তথ্যের দ্বারা প্রভাবিত না হয়, সে জন্য কমিশন প্রযুক্তি বিশেষজ্ঞদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।”
তিনি আরও বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে নানা ধরনের গুজব, বিভ্রান্তিকর কনটেন্ট এবং প্রযুক্তির অপব্যবহার আশঙ্কাজনকভাবে বাড়ছে। এ ব্যাপারে আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ও নিরাপত্তা সংস্থাগুলোর সাথেও যোগাযোগ রাখছি।” এ সময় সিইসি ভোটারদের সচেতন থাকার আহ্বান জানান এবং জানান, কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য হলো জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা ও নির্বাচন ব্যবস্থার ওপর আস্থা পুনঃপ্রতিষ্ঠা করা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পিআর (প্রতিনিধিত্বমূলক) পদ্ধতির নির্বাচন বিষয়ে সিইসি জানান, “এটি একটি নীতিগত বিষয় এবং সরকারের আইন ও সংসদের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। নির্বাচন কমিশন এখনো এ বিষয়ে কোনো অফিসিয়াল নির্দেশনা পায়নি।” তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী নির্বাচন হবে অংশগ্রহণমূলক ও স্বচ্ছ। জনগণ যেন আস্থা নিয়ে ভোট কেন্দ্রে যেতে পারে, সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে কমিশন।