
রাজধানীর শ্যামপুর থানাধীন জুরাইন এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও তার অঙ্গসংগঠনের ব্যানারে সরকারবিরোধী মিছিলের প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) সকাল ৬টা ১০ মিনিটে শ্যামপুর থানার রাত্রিকালীন টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। গ্রেফতারকৃতরা হলো—আরিয়ান সৈকত (২১), মো. ওমর (২০) ও ইয়ামিন হোসেন তরুন (২০)। পুলিশের দাবি, অভিযুক্তরা রাষ্ট্রবিরোধী কার্যকলাপে সক্রিয় ছিল এবং নিষিদ্ধ সংগঠনের হয়ে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিল।
শ্যামপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে জুরাইনের খন্দকার রোডের মাশ-আল্লাহ হোটেলের সামনে ৫-৬ জন যুবক সরকারবিরোধী কর্মসূচি বাস্তবায়নের জন্য জড়ো হচ্ছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে থানার রাত্রিকালীন টিম অভিযানে যায় এবং ঘটনাস্থল থেকে তিনজনকে হাতেনাতে গ্রেফতার করে। তবে বাকি সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে কিছু লিফলেট ও মিছিলের পোস্টার উদ্ধার করা হয়েছে।
শ্যামপুর থানার এক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তারা নিজেদের ‘বাংলাদেশ ছাত্রলীগ (নিষিদ্ধ)’ এর সদস্য বলে দাবি করেছে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং সংগঠনটির পেছনে কারা সক্রিয়ভাবে কাজ করছে, সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।