আজও মাইলস্টোনের আশপাশে উৎসুক জনতার ভিড়

ভয়াবহ বিমান দুর্ঘটনার পর কেটে গেছে কয়েকদিন, কিন্তু মাইলস্টোন স্কুলের চারপাশে এখনও উৎসুক জনতার ভিড় কমেনি। শুক্রবার (২৫ জুলাই) সরেজমিনে দেখা যায়, রাজধানী ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছেন কেবল এক নজর সেই দুর্ঘটনাস্থল দেখার জন্য। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, কেউ আবার নিঃশব্দে দাঁড়িয়ে থাকছেন অনেকক্ষণ। তবে প্রশাসনের নির্দেশে কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পুলিশ স্কুল প্রাঙ্গণে মোতায়েন রয়েছে এবং কেউ যাতে ভেতরে না যায় বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেদিকে নজর রাখছে কঠোরভাবে।


মাইলস্টোনের শিক্ষার্থীরা যারা দুর্ঘটনার পর প্রথমবার স্কুলে ফিরে এসেছেন, তাদের চোখে-মুখে এখনও আতঙ্ক স্পষ্ট। অনেকেই নিঃশব্দে দাঁড়িয়ে ভাঙা ভবনের দিকে তাকিয়ে ছিলেন, স্মরণ করছিলেন সেই বিভীষিকাময় মুহূর্ত, যেদিন একটি যুদ্ধবিমান স্কুল ভবনে আছড়ে পড়ে আগুনে ঝলসে দিয়েছিল তাদের সহপাঠী, বন্ধুদের জীবন। ওই মুহূর্তেই অনেকে প্রাণ হারিয়েছেন, কেউ কেউ এখনো মৃত্যুর সঙ্গে লড়ছেন হাসপাতালে। নিহতদের স্মরণে শিক্ষার্থীরা ফুল নিয়ে এসেছিলেন এবং অনেকেই কান্নায় ভেঙে পড়েন।


এদিকে, দগ্ধদের চিকিৎসাসেবা দিতে আন্তর্জাতিক পর্যায়ে মেডিকেল সহায়তা পৌঁছেছে ঢাকায়। বৃহস্পতিবার রাতে ঢাকায় এসে পৌঁছায় চীনের পাঁচ সদস্যবিশিষ্ট একটি বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের দল। এর আগেই ভারত ও সিঙ্গাপুর থেকেও তিন সদস্যের দুটি মেডিকেল টিম আসে। বর্তমানে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন ৪২ জন আহত, যাদের মধ্যে ৬ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। সরকার ও আন্তর্জাতিক সহযোগিতায় চিকিৎসাসেবা চালু থাকলেও, দেশজুড়ে মানুষের মনে এখনও পোড়া গন্ধ, বিষাদ আর অনিশ্চয়তা যেন কাটছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *