
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিখোঁজ থাকা পাঁচ শিক্ষার্থীর ডিএনএ শনাক্তের পর মরদেহ হস্তান্তর শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে ঢাকার সিএমএইচ হাসপাতালের মর্গ থেকে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
রাত পৌনে ৯টার দিকে মো. ফারুক হোসেন ও সালমা আক্তার দম্পতির মেয়ে, তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ওকিয়া ফেরদৌস নিধির মরদেহ বুঝে নেন স্বজনরা। শোকস্তব্ধ পরিবার তখন মরদেহ নিয়ে বাড়ির পথে রওনা দেন। বাকিদের মরদেহ হস্তান্তরের প্রস্তুতি চলছিল রাতেই।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানায়, ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিহতদের মধ্যে যাদের মরদেহ শনাক্ত হয়েছে তারা হলেন—
- ওকিয়া ফেরদৌস নিধি
- লামিয়া আক্তার সোনিয়া
- আফসানা আক্তার প্রিয়া
- রাইসা মনি
- মারিয়াম উম্মে আফিয়া
ডিএনএ পরীক্ষার জন্য এর আগে মালিবাগের সিআইডি ভবনে ১১ জন দাবিদার রক্তের নমুনা দেন, যাদের মধ্যে একাধিক সদস্য একই পরিবারের ছিলেন। তাদের তথ্যের ভিত্তিতেই সিআইডি শনাক্ত নিশ্চিত করে।
উল্লেখ্য, সর্বশেষ সরকারি তথ্যমতে মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা ৩০ জন, যদিও অভ্যন্তরীণ সূত্র ও উদ্ধারকাজ সংশ্লিষ্টরা বলছেন, প্রকৃত সংখ্যা ৩৩ ছাড়িয়েছে। এছাড়া আহতের সংখ্যা দেড় শতাধিক, যাদের অনেকেই এখনো চিকিৎসাধীন। স্কুল ও কলেজপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্মরণে স্থানীয়ভাবে কালো ব্যাজ ধারণ ও প্রার্থনার আয়োজন চলছে।