
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এতে মোট নিহতের সংখ্যা দাঁড়ালো ৩৩ জনে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১টা ৫০ মিনিটে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী মাহতাব। বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, মাহতাবের শরীরের ৮৫ শতাংশ পুড়ে গিয়েছিল, শ্বাসনালিতেও মারাত্মক ক্ষত ছিল, তার অবস্থা ছিল অত্যন্ত সংকটাপন্ন।
এদিকে, আইএসপিআর সূত্রে সকাল পর্যন্ত পাওয়া তথ্যে নিহতের সংখ্যা বলা হয়েছিল ৩২ জন। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে তা ২৯ জন ছিল। এখন মাহতাবের মৃত্যুর মাধ্যমে নিশ্চিতভাবে নিহতের সংখ্যা ৩৩ জনে উন্নীত হয়েছে।
বর্তমানে ৫৬ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর দগ্ধ এসব রোগী রাজধানীর বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন।
এছাড়া, দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৬ জনের মরদেহ এখনও শনাক্ত করা যায়নি। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ডিএনএ নমুনা সংগ্রহ করে পরিচয় শনাক্তের কাজ চলছে।
এই মর্মান্তিক ঘটনায় গোটা দেশজুড়ে চলছে শোকের ছায়া। মাইলস্টোন স্কুল প্রাঙ্গণে আজও দেখা গেছে স্তব্ধতা, কান্না আর অপেক্ষার চিত্র। সরকারি পর্যায়ে তদন্ত অব্যাহত থাকলেও, এখনও অনেক প্রশ্নের উত্তর মেলেনি।