
রাজধানীর সচিবালয়ে হামলা, সরকারি গাড়ি ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন সেই যুবকও, যিনি ভাইরাল বক্তব্যে বলেছিলেন, ‘শিক্ষা উপদেষ্টা পদত্যাগ না করলে আমরা টাকা তুলে শেখ হাসিনাকে দেশে আনবো। শেখ হাসিনা ভালো ছিল।’ তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তার চারজনকে আদালতে উপস্থাপন করে রিমান্ড চাওয়া হবে। গ্রেপ্তারকৃতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার আশিকুর রহমান তানভীর (১৯), বরিশালের জেফরী অভিষেক সিকদার (২১), কুমিল্লার আবু সফিয়ান (২১) এবং মো. শাকিল মিয়া (১৯)। এই চারজনের বিরুদ্ধে মামলায় সরকারবিরোধী সহিংস কার্যক্রম, সরকারি সম্পত্তি ধ্বংস এবং পুলিশের ওপর আক্রমণের অভিযোগ আনা হয়েছে।
প্রসঙ্গত, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের পর শিক্ষার্থীরা ৬ দফা দাবিতে সচিবালয়ের দিকে পদযাত্রা করেন। সেখানেই সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনার জেরে মঙ্গলবার ১,২০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে পুলিশ। পরদিন বুধবার (২৩ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান মামলার এজাহার গ্রহণ করে তদন্ত প্রতিবেদন আগামী ২৮ আগস্টের মধ্যে দাখিলের নির্দেশ দেন। পরিস্থিতি এখনো থমথমে, আর আইনশৃঙ্খলা বাহিনী বলছে, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।