স্বজনপ্রীতির বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা: হাসনাত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার পর আহতদের চিকিৎসা ব্যবস্থায় অব্যবস্থাপনার তীব্র সমালোচনা করে স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, “স্বাস্থ্য উপদেষ্টা ড. ইউনূসের ‘স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ’। জনগণের টাকায় বেতন-গাড়ি ব্যবহার করে তিনি জনগণের সঙ্গে বেঈমানি করছেন।”









বুধবার (২৩ জুলাই) চাঁদপুর বাসস্ট্যান্ডে এনসিপির পথসভায় দেওয়া বক্তব্যে তিনি বলেন, “আপনারা কি কোনোদিন এই স্বাস্থ্য উপদেষ্টার কার্যক্রম দেখেছেন? উনি স্বাস্থ্য, চিকিৎসা কিছুই বোঝেন না। শুধু গ্রামীণ ব্যাংকের পরিচিতি আর ড. ইউনূসের ঘনিষ্ঠতা ছাড়া তার আর কোনো যোগ্যতা নেই।”









তিনি আরও বলেন, “স্বাস্থ্য উপদেষ্টা নিজের চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান, অথচ সাধারণ মানুষ হাসপাতালে জায়গা পায় না। আমরা আগে থেকেই বলে আসছি, এই পদে উনার থাকা উচিত না। আমরা কথা বললেই বিড়াল বেজার হয়। কিন্তু জনগণের স্বার্থে বলতে হবে—এই ব্যর্থ স্বাস্থ্য উপদেষ্টা আমাদের প্রয়োজন নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *