সিএমএইচ মর্গে অজ্ঞাতনামা ৬ মৃতদেহ, সংস্কৃতিবিষয়ক উপদেষ্টার পোস্ট

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। এর মধ্যে ৬টি মরদেহ এখনও শনাক্ত করা সম্ভব হয়নি, যা গোটা জাতিকে নতুন করে ব্যথিত করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অশনাক্ত মৃতদেহগুলোর ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য ইতোমধ্যে নমুনা সংগ্রহ করা হয়েছে এবং সেগুলো সিআইডি’র ল্যাবে দ্রুততম সময়ে পরীক্ষা করা হবে।

এই তথ্য প্রকাশ করে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী নিজের অফিশিয়াল ফেসবুক পেজে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে বলা হয়, “যেসব পরিবার এখনও তাদের সন্তান বা স্বজনের সন্ধান পাননি এবং আহত-নিহতের প্রকাশিত তালিকায় নাম দেখেননি, তাদের দ্রুত মালিবাগস্থ সিআইডি ভবনে গিয়ে ডিএনএ নমুনা জমা দিতে অনুরোধ করা হচ্ছে।”









স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, এখন পর্যন্ত শুধুমাত্র একটি নিখোঁজ পরিবারের পক্ষ থেকে নমুনা দেওয়া হয়েছে, যা আশঙ্কাজনকভাবে কম। কর্তৃপক্ষ জানিয়েছে, যদি অবিলম্বে নিখোঁজদের স্বজনরা নমুনা না দেন, তবে মরদেহ শনাক্ত করতে সময় লাগবে এবং দাফন প্রক্রিয়াও বিলম্বিত হবে।

এদিকে, মঙ্গলবার (২২ জুলাই) রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও একটি শিশু, ফলে নিহতের সংখ্যা ৩২-এ গিয়ে ঠেকেছে। প্রতিটি মৃত্যুই যেন জাতির হৃদয়ে নতুন করে ক্ষত তৈরি করছে।









এ পরিস্থিতিতে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “সত্য জানা, সত্য মেনে নেওয়া ও প্রিয়জনকে মর্যাদার সঙ্গে শেষ বিদায় দেওয়ার জন্য ডিএনএ নমুনা দেওয়া খুবই জরুরি। সবাইকে এগিয়ে আসতে হবে।”
সরকার, সিআইডি, সেনাবাহিনী এবং স্বাস্থ্য মন্ত্রণালয় এই প্রক্রিয়ায় যৌথভাবে কাজ করছে যাতে অশনাক্ত মরদেহগুলোর পরিচয় দ্রুত নিশ্চিত করা যায় এবং স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা সম্ভব হয়।
এই দুঃসহ ট্র্যাজেডিকে সম্মিলিতভাবে মোকাবিলা করতে এখন প্রয়োজন সচেতনতা, সহযোগিতা ও সাহস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *