
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ভয়াবহ ঘটনায় নিহত ও আহতদের সঠিক তথ্য নিশ্চিত করতে কলেজ ক্যাম্পাসেই একটি নিয়ন্ত্রণ কক্ষ (Control Room) চালুর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নিযুক্ত দুই উপদেষ্টা। বিভ্রান্তিকর তথ্য ছড়ানো এবং প্রকৃত তথ্যের স্বচ্ছতা না থাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে প্রেস সচিব জানান, গতকাল শোকাহত শিক্ষার্থী, শিক্ষক ও পরিবারগুলোর সঙ্গে দেখা করতে মাইলস্টোন কলেজে যান উপদেষ্টারা। সেখানে উপস্থিত শিক্ষার্থীরা তাদের ভয়ানক অভিজ্ঞতা শেয়ার করে এবং বিভ্রান্তিকর মৃত্যুসংখ্যা প্রচার নিয়ে ক্ষোভ প্রকাশ করে।
প্রেস সচিব আরও বলেন, “২০০২ সাল থেকে বহু জাতীয় দুর্যোগ কাছ থেকে কভার করেছি। অভিজ্ঞতা বলছে—বাংলাদেশে প্রকৃত মৃত্যুর সংখ্যা গোপন রাখা প্রায় অসম্ভব। কারণ পরিবারগুলো স্বজন না পেলে দ্রুত নিখোঁজ হিসেবে জানায় এবং পরে হাসপাতাল বা প্রশাসনের সূত্রে সঠিক তথ্য নিশ্চিত করে।”
প্রেস সচিব জানান, কলেজে স্থাপন করা কন্ট্রোল রুম থেকে প্রতিদিন আহত ও মৃতদের তথ্য হালনাগাদ করে কলেজ রেজিস্ট্রারসহ সংশ্লিষ্টদের সঙ্গে মিলিয়ে দেখা হবে। সেখানে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের প্রতিনিধিদের অন্তর্ভুক্তির সুপারিশও করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতালভিত্তিক আপডেট এবং সেনাবাহিনী তাদের নিজস্ব পর্যবেক্ষণ শেয়ার করছে।
সরকার কোনো তথ্য গোপন করছে না উল্লেখ করে শফিকুল আলম বলেন, “প্রধান উপদেষ্টা ও উপদেষ্টারা নয় ঘণ্টা সেখানে অবস্থান করে শান্তিপূর্ণ ও মানবিক সমাধানের পক্ষে কাজ করেছেন। শিক্ষার্থী ও শিক্ষক যেসব প্রাণ হারিয়েছেন, তারা সবাই শহীদ। আমাদের দায়িত্ব তাদের স্মরণে এবং নিরাপদ আকাশ নিশ্চিত করতে একসঙ্গে কাজ করা।”
এটি কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠানের দুর্ঘটনা নয়, বরং এটি জাতির জন্য একটি গভীর ট্র্যাজেডি। ভবিষ্যতের নিরাপত্তার স্বার্থে এটি যেন একটি শিক্ষণীয় ঘটনা হয়ে ওঠে, সেদিকেই এখন নজর রাখছে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।