“৬ দফা বাস্তবায়নে সরকারকে চাপ দিন”— মাইলস্টোন শিক্ষার্থীদের নাহিদ ইসলাম

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতদের ঘিরে শিক্ষার্থীদের ৬ দফা দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক নাহিদ ইসলাম
তিনি বলেন, “এই ঘটনার পর সরকার দায়িত্বশীল ভূমিকা রাখলে আজ পরিস্থিতি এতটা খারাপ হতো না।”

মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন,

“সরকারের পক্ষ থেকে মরদেহ গুম হওয়ার বিষয়ে একটি স্পষ্ট ও গ্রহণযোগ্য বক্তব্য আসা উচিত ছিল। জনগণ এখনও প্রশ্ন করছে— মরদেহ কোথায়?”

তিনি বলেন, সরকারের প্রতি অনাস্থা তৈরি হচ্ছে জনগণের মাঝে। তাই দ্রুত নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হবে।

“এই কমিটিতে কেবল সরকারি ব্যক্তি নয়, স্কুলের প্রতিনিধি, শিক্ষার্থীদের অভিভাবক ও নিরপেক্ষ নাগরিক সমাজের প্রতিনিধিদেরও রাখতে হবে।”

আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, “আমরা তাদের পাশে আছি। কিন্তু এই ক্ষোভকে কেউ যেন রাজনৈতিকভাবে ব্যবহার করতে না পারে, সেদিকে সকলকে সতর্ক থাকতে হবে।”

তিনি শিক্ষার্থী, অভিভাবক ও নাগরিকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, “এই দুর্ঘটনার জন্য যারা দায়ী, তাদের শাস্তি ও শিক্ষার্থীদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এনসিপি তাদের সঙ্গে থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *