
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় বার্ন ইনজুরি নিয়ে চিকিৎসাধীন রোগীদের চিকিৎসা পর্যবেক্ষণে সিঙ্গাপুর থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় আসছে। এই দল বার্ন ইনস্টিটিউটে ভর্তি গুরুতর আহতদের শারীরিক অবস্থা পর্যালোচনা করবে এবং প্রয়োজনে বিদেশে নেওয়ার পরামর্শও দিতে পারে।
এই বিষয়ে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ব্রিগেডিয়ার জেনারেল কমান্ড্যান্ট এস এম সোলায়মান বলেন,
“সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকরা আসছেন বার্ন ইনস্টিটিউটে। তারা রোগীদের চিকিৎসা করবেন এবং উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বিদেশে পাঠানোর বিষয়ে মতামত দেবেন। এদিকে সিএমএইচ থেকে শংকাজনক অবস্থায় থাকা দুই রোগীকেও বার্ন ইউনিটে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
এদিকে, মর্মান্তিক এই ট্রাজেডিকে কেন্দ্র করে নিহত ও আহতদের ক্ষতিপূরণ সংক্রান্ত রুল জারি করেছে হাইকোর্ট। আজ মঙ্গলবার (২২ জুলাই) হাইকোর্ট এক আদেশে নিহত প্রত্যেকের পরিবারকে ৫ কোটি টাকা ও আহতদের ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদানের বিষয়ে কারণ দর্শাতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দিয়েছেন। একইসঙ্গে, বিমান বিধ্বস্তের প্রকৃত কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠনেরও নির্দেশ দিয়েছেন আদালত।
প্রসঙ্গত, সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হয়। এখন পর্যন্ত এ ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৩১ জনের এবং চিকিৎসাধীন রয়েছেন ১৬৫ জন। বেশ কয়েকজনের শরীরের ৬০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে, যাদের অবস্থা আশঙ্কাজনক।