
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২০ জন নিহত ও শতাধিক আহত হওয়ার ঘটনায় আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। সোমবার (২১ জুলাই) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। সারাদেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে দোয়ার আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।
রাষ্ট্রীয় শোক ঘোষণার পরেই এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা দেখা দেয় মঙ্গলবারের পরীক্ষাগুলো নিয়ে। সামাজিক মাধ্যমে ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছড়িয়ে পড়ে গুঞ্জন—পরীক্ষা স্থগিত হতে পারে কি না। তবে এই গুজবে বিভ্রান্ত না হতে অনুরোধ করেছে শিক্ষা বোর্ড। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, “এখন পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিতের কোনো সিদ্ধান্ত হয়নি। পরীক্ষা যথারীতি পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।”
এর ফলে আগামীকালকের পরীক্ষার্থীদের নির্ধারিত সময় ও কেন্দ্র অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করতে বলা হয়েছে। ঢাকা বোর্ডসহ অন্যান্য বোর্ডেও এই নির্দেশনা কার্যকর থাকবে বলে জানা গেছে। তবে বিশেষ পরিস্থিতিতে যেসব কেন্দ্র দুর্ঘটনায় সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে বা দুর্ভোগে পড়েছে, সেসব ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড কর্তৃপক্ষ পর্যবেক্ষণ করছে। তবে সার্বিকভাবে এইচএসসি পরীক্ষা বন্ধ বা স্থগিত হচ্ছে না—এই বার্তাটি পরিষ্কার।