
গাজা উপত্যকার এক ত্রাণ বিতরণ কেন্দ্রে মানবিক সহায়তা নিতে আসা অসহায়, ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর মরিচ স্প্রে ছোড়ার হৃদয়বিদারক ভিডিও সামনে এসেছে। ঘটনাটি ঘটে GHF (গ্লোবাল হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন) পরিচালিত একটি সহায়তা কেন্দ্রের বাইরে, যেখানে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী নিতে জড়ো হয়েছিলেন শত শত মানুষ। ভিডিও ফুটেজে দেখা যায়, নিরাপত্তাকর্মীরা হঠাৎই মরিচ স্প্রে ব্যবহার করেন, ফলে পুরো এলাকা মুহূর্তে আতঙ্ক ও বিশৃঙ্খলায় ভরে ওঠে। দুর্ভিক্ষপ্রবণ এই অঞ্চলের অসহায় মানুষের ওপর এমন দমনমূলক আচরণে নড়েচড়ে বসেছে বিশ্ব।
এ ঘটনায় স্থানীয় মানবাধিকার কর্মীদের পাশাপাশি জাতিসংঘ ও আন্তর্জাতিক সংগঠনগুলোও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলছে, যেখানে মানুষ ক্ষুধায় জর্জরিত, সেখানে এমন অমানবিক আচরণ আন্তর্জাতিক মানবাধিকারের সরাসরি লঙ্ঘন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচসহ বিভিন্ন সংস্থা ঘটনার স্বাধীন তদন্ত দাবি করেছে এবং দোষীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে।
তবে এখনো স্পষ্টভাবে জানা যায়নি, এই মরিচ স্প্রের দায়িত্ব কার — স্থানীয় নিরাপত্তা কর্মীরা, কোনো সরকারি বাহিনী, না কি ত্রাণ বিতরণ সংশ্লিষ্ট কোনো পক্ষ। তবে গাজায় চলমান মানবিক বিপর্যয়ের মধ্যে এমন নিষ্ঠুরতা আন্তর্জাতিক পরিসরে আরও উদ্বেগ সৃষ্টি করেছে। ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘনের এমন নৃশংস উদাহরণ যেন বিশ্ব বিবেককে নতুন করে নাড়া দিচ্ছে। মানবিক সহায়তা বিতরণের মতো একটি সংবেদনশীল প্রক্রিয়ায় সহিংসতার ব্যবহার কতটা বিপজ্জনক — সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।