“আবেগ নয়, পরিণত রাজনীতি করুন” — ইশরাককে এনসিপির খোঁচা

চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ শুরুর আগে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সোমবার (২১ জুলাই) সকালে সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি বিএনপির নেতা ইশরাক হোসেনের সাম্প্রতিক মন্তব্যকে “অপরিণত ও অপ্রত্যাশিত” বলে আখ্যা দেন। সারজিস বলেন, “ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ে আমরা যে ইশরাককে দেখেছি, এই ভাষাগত আক্রমণকারী ইশরাক সেই নয়। তার বক্তব্যে পলিটিক্যাল ম্যাচিউরিটির কোনো ছাপ ছিল না।” তিনি আরও যোগ করেন, “এটা আবেগের বশবর্তী হয়ে দেওয়া বক্তব্য— আমরা চাই তিনি আরও পরিণত হোন।”

আওয়ামী লীগকে ‘নিষিদ্ধ দল’ আখ্যা দিয়ে সারজিস আলম বলেন, “তাদের হরতাল এখন কেউ গুরুত্ব দেয় না। তারা যা করছে সেটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয়— সন্ত্রাসী কর্মকাণ্ড।” তিনি আশা প্রকাশ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের অবস্থান থেকে দায়িত্ব পালন করবে। এনসিপি নেতা আরও বলেন, রাজনীতিতে শালীনতা ফিরিয়ে আনার দায়িত্ব সবাইকে নিতে হবে। “আমি যদি তর্কের খাতিরে ধরেও নেই— পাটওয়ারী সাহেবের বক্তব্য বিতর্কিত ছিল, তবে ইশরাকের বক্তব্য আরও নিচু মানের। কাউকে উলঙ্গ করে মারার হুমকি রাজনীতির ভাষা হতে পারে না।”

পাশাপাশি, নির্বাচন কমিশনের নিবন্ধন সংক্রান্ত প্রক্রিয়া নিয়েও মন্তব্য করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, “নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সব তথ্য কমিশনের নির্ধারিত সময়ের মধ্যেই সরবরাহ করা হবে। এনসিপির কোনো ঘাটতি নেই। সরকার বা কোনো পক্ষ ইচ্ছাকৃতভাবে আমাদের নিবন্ধন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে চাইলে, তাতে কোনো লাভ হবে না।” এনসিপির শীর্ষ নেতারা স্পষ্টভাবে জানান, তারা রাজনৈতিক শালীনতা ও গণতান্ত্রিক পন্থার পক্ষেই থাকবেন এবং কোনো ব্যক্তিগত আক্রমণ বা প্রতিহিংসার রাজনীতিকে প্রশ্রয় দেবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *