
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী তং পাড়া এলাকায় বিজিবি ও ইউপিডিএফ (প্রসীত গ্রুপ)-এর মধ্যে রাতের আঁধারে ঘটে যায় রীতিমতো রুদ্ধশ্বাস গোলাগুলি। রোববার (২০ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে যামিনী পাড়া জোনের আওতাধীন বিজিবির একটি টহল দল তং এলাকায় সশস্ত্র ইউপিডিএফ সদস্যদের মুখোমুখি হয়। উভয়পক্ষের মধ্যে কয়েক মিনিট ধরে গুলিবিনিময় হয়। পরে সন্ত্রাসীরা পাহাড়ি অরণ্যের ভেতর পালিয়ে যায় বলে বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, গুলির ঘটনার পরপরই বিজিবি আশপাশের এলাকা ঘিরে ফেলে এবং তল্লাশি অভিযান চালায়। অভিযানে উদ্ধার করা হয় দুটি রাইফেল, একটি পিস্তল, একটি শর্টগান এবং ১৬ রাউন্ড তাজা গুলি। এছাড়াও ইউপিডিএফ সদস্যদের ফেলে যাওয়া বিভিন্ন সামরিক সরঞ্জামও জব্দ করা হয়। স্থানীয়দের ভাষ্যমতে, রাতে গোলাগুলির শব্দে গোটা এলাকা কেঁপে উঠে এবং সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।
এ বিষয়ে এখনো বিজিবির পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য দেওয়া হয়নি। তবে যামিনী পাড়া জোনের তরফ থেকে বিকেলে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে পুরো ঘটনার বিস্তারিত জানানো হতে পারে বলে জানা গেছে। এদিকে পাহাড়ে নতুন করে সংঘাতের আশঙ্কায় সাধারণ মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছে। নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় বিজিবি’র উপস্থিতি আরও জোরদার করা হয়েছে।