
চব্বিশের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ী ছিল প্রতিরোধের অগ্রভাগের এক চিরস্মরণীয় স্থান। বিশেষ করে মাদ্রাসার শিক্ষার্থী ও আলেম সমাজের আত্মত্যাগ ও সাহসিকতা গড়ে তুলেছিল অনন্য এক বীরত্বের দৃষ্টান্ত। এই ঐতিহাসিক বীরত্ব ও সংগ্রামের স্মৃতিকে সম্মান জানাতে আগামীকাল সোমবার (২১ জুলাই) যাত্রাবাড়ীর উত্তর কাজলায় জামিয়া মাহমুদিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে-২০২৫’। এই বিশেষ ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালা আয়োজনে রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।
শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ড. খ ম কবিরুল ইসলাম একটি আনুষ্ঠানিক চিঠিতে জানিয়েছেন, ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে’ পালন উপলক্ষে ২১ জুলাই জামিয়া মাহমুদিয়া মাদ্রাসা, উত্তর কাজলা (ডেমরা), যাত্রাবাড়ীতে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’ উদযাপিত হবে। অনুষ্ঠানে ‘সাদা জুব্বা লাল রক্ত’ শীর্ষক চলচ্চিত্র প্রদর্শনীসহ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন থাকবে। এ ছাড়া, বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সরকারের সচিববৃন্দ অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন।
অনুষ্ঠানটি শুধু ইতিহাসের পাতা থেকে স্মৃতিচারণ নয়, বরং বর্তমান প্রজন্মের মাঝে ঐ বীরত্ব ও সংগ্রামের চেতনাকে প্রবলভাবে জাগ্রত করবে। মাদ্রাসার শিক্ষার্থীরা তাদের সাহসিকতা এবং দেশপ্রেমিক মনোভাবের মাধ্যমে যেভাবে স্বাধীনতার সংগ্রামে অবদান রেখেছিল, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। আশা করা হচ্ছে, এই আয়োজনের মাধ্যমে আগামী প্রজন্ম ঐতিহ্যের সঙ্গে আরও বেশি সংযুক্ত হবে এবং দেশের উন্নয়নে নিজেদের ভূমিকা রাখবে।