
দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ৪২৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। যদিও স্বস্তির বিষয় হলো, এ সময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। রোববার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত এই নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে। চলতি বছর এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ২১৮ জনে।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সর্বোচ্চ নতুন রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে—১৩৩ জন। এরপর রয়েছে চট্টগ্রাম বিভাগে ৭৮ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৫৬ জন, খুলনায় ৫৫ জন, রাজশাহীতে ৪৮ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ২৪ জন, ঢাকা উত্তর সিটিতে ১৮ জন, ময়মনসিংহে ১১ জন এবং রংপুরে ৬ জন। এসব সংখ্যার মধ্যেই স্পষ্ট যে, রাজধানী ঢাকাসহ বিভিন্ন বিভাগে ডেঙ্গু সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সঠিকভাবে মশা নিয়ন্ত্রণ না করা গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
তবে ইতিবাচক দিক হলো, গত ২৪ ঘণ্টায় ৪১১ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। সবমিলিয়ে চলতি বছর ১৫ হাজার ৮৯৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন। স্বাস্থ্য অধিদফতর নাগরিকদের সচেতন থাকার আহ্বান জানিয়ে বলছে, জ্বর হলে দেরি না করে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন এবং বাড়ির আশেপাশে জমে থাকা পানি অপসারণের মাধ্যমে মশার প্রজনন রোধে সক্রিয় ভূমিকা রাখুন।