রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিকভাবে সমালোচনা করার আহ্বান নাহিদের

সকল রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ ও গণতান্ত্রিকভাবে সমালোচনা প্রকাশের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার (২০ জুলাই) রাঙামাটিতে অনুষ্ঠিত ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে দেয়া এক বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে মতপ্রকাশ ও সমালোচনার স্বাধীনতা নিশ্চিত করতে হবে, কিন্তু তা যেন হয় শালীনতা ও দায়িত্ববোধের সঙ্গে।” এ সময় তিনি দেশব্যাপী বিভক্তি, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক বিভাজনের সমালোচনা করেন এবং বলেন, “আর কোনো পক্ষকে এখান থেকে সুবিধা নিতে দেয়া হবে না।”

নাহিদ ইসলাম বলেন, “গত ৫০ বছরে বাংলাদেশকে নানা বিভাজনের মধ্য দিয়ে চালানো হয়েছে—ধর্ম, জাতি ও অঞ্চলভিত্তিক বিভেদ তৈরি করে রাখা হয়েছে। সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়েছে পার্বত্য চট্টগ্রাম। আমরা আর এই বিভেদ মেনে নেব না। যদি আমাদের সম্প্রদায়ের মধ্যে কোনো মতপার্থক্য থাকে, আমরা নিজেরা তা সমাধান করবো। বাইরে থেকে কোনো রাজনৈতিক প্রভাব এখানে আর চলবে না।” তিনি আরও বলেন, “৭২-এর সংবিধান একটি মুজিববাদী দলীয় সংবিধান, যেটি বাঙালি জাতীয়তাবাদের ছত্রছায়ায় অবাঙালি জনগোষ্ঠীকে অবজ্ঞা করেছে, আর ধর্মনিরপেক্ষতার নামে ধর্মে ধর্মে বিভেদ সৃষ্টি করেছে।”

নাহিদ ইসলাম জোর দিয়ে বলেন, “আমরা এমন একটি সংবিধান চাই, যেখানে সকল ধর্ম, জাতি ও সম্প্রদায়ের মানুষ সমমর্যাদায় বসবাস করতে পারবে। আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে সকল জনগোষ্ঠী এবং রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা যেমন সম্প্রদায়গুলোর মধ্যে সম্প্রীতি চাই, ঠিক তেমনি চাই ফ্যাসিবাদবিরোধী দলগুলোর মধ্যেও সৌহার্দ ও সহযোগিতা।” তিনি বলেন, “আমরা পুরোনো সংঘাত ও বিদ্বেষের রাজনীতি পেছনে ফেলে সম্প্রীতির ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ গড়তে চাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *