গোপালগঞ্জে গণগ্রেফতার নয়, প্রকৃত অপরাধীদের ধরা হচ্ছে

গোপালগঞ্জে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার কেন্দ্রে থাকা ‘গণগ্রেফতার’ বিষয়ে স্পষ্ট অবস্থান জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (২০ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা ও কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “গণগ্রেফতার চলছে না। যাদের ধরা হচ্ছে, তারা প্রকৃত অপরাধী।” একইসঙ্গে তিনি বলেন, “গোপালগঞ্জের ঘটনায় রাজনৈতিক প্রভাব ছিল, তবে পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিকের দিকে। কারফিউ তুলে নেওয়া হয়েছে, ১৪৪ ধারাও শিগগিরই তুলে নেওয়া হবে।”

উপদেষ্টা জানান, অন্যান্য সময়ের তুলনায় এবারের হরতালগুলোতে সহিংসতা ও নাশকতার মাত্রা অনেকটাই কম ছিল। তিনি বলেন, “আমরা চাই গণতন্ত্রের সৌন্দর্য বজায় থাকুক। সবাই মত প্রকাশ করবেন, তবে তা যেন শালীনতার সীমা অতিক্রম না করে।” গোপালগঞ্জে শিশুদের গ্রেফতারের কোনো তথ্য তার কাছে নেই বলেও জানান তিনি। “মিথ্যা বলে গণতন্ত্র হয় না, সত্যি কথা বলতে হবে,”—এমন মন্তব্য করে তিনি জানান, নির্দোষ কাউকে যেন হয়রানি না করা হয়, তা নিশ্চিত করতে সরকার সচেষ্ট।

নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারবে না—এমন ভাবার কোনো কারণ নেই। আমাদের হাতে এখনও সময় আছে। প্রস্তুতি চলছে, প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।” তিনি আরও বলেন, দেশের প্রতিটি আইনশৃঙ্খলা বাহিনী ও সংস্থা প্রয়োজন অনুযায়ী দায়িত্ব পালনে সক্রিয় রয়েছে এবং সেনাবাহিনীও পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। সব মিলিয়ে, সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট বার্তা—সুশাসন, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতেই বর্তমান পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *