
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার (১৯ জুলাই) অনুষ্ঠিত জাতীয় সমাবেশে অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেয়ার সময় হঠাৎ করেই মঞ্চে পড়ে যান তিনি। মঞ্চে উপস্থিত নেতাকর্মীরা সঙ্গে সঙ্গে তাকে ঘিরে ধরেন এবং চিকিৎসকরা তাৎক্ষণিক চিকিৎসা শুরু করেন। তবে অদম্য সাহসিকতা দেখিয়ে কয়েক মিনিট পর আবারও বক্তব্য দিতে ডায়াসে ওঠেন তিনি।
তবে ডা. শফিকুর রহমান যখন আবার বক্তৃতা দিতে ওঠেন, তখনও শরীর ঠিকভাবে সাড়া দিচ্ছিল না। নেতাকর্মীরা তাকে ধরে রেখেই বক্তব্যে সহায়তা করেন। কিছুক্ষণ পর আবার মঞ্চে পড়ে যান তিনি। তখন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, অতিরিক্ত গরমের কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু অবিশ্বাস্য মনোবল নিয়ে ডা. শফিক আবারও বক্তব্য দেওয়ার আগ্রহ প্রকাশ করেন এবং অবশেষে মঞ্চে বসেই সমাপনী বক্তব্য শেষ করেন।
বক্তব্যে জামায়াত আমির বলেন, “আল্লাহ যত সময় হায়াত দিয়েছেন, ততক্ষণ লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। মুক্তি অর্জন না করা পর্যন্ত এই লড়াই থামবে না। যদি মানুষের সেবা করার সুযোগ পাই, তাহলে আমি মালিক হব না, সেবক হব।” এই বক্তব্যে সমাবেশস্থলে উপস্থিত হাজারো নেতা-কর্মী আবেগাপ্লুত হয়ে পড়েন এবং ব্যাপক সাড়া পড়ে যায় মঞ্চ ও মাঠজুড়ে।