
আজ শনিবার (১৯ জুলাই) ঢাকায় আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রাজধানী ও আশপাশের এলাকার জন্য সকাল ৬টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়—
- দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
- বাতাস পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।
সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.১ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ছিল ৯১%।
গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার এই ধরনের পরিবর্তনের ফলে দিনভর কিছুটা আর্দ্র ও ভ্যাপসা অনুভব হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।