
আজ শনিবার (১৯ জুলাই) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্তে এবং সমাবেশস্থলে নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সমাবেশের মাধ্যমে তারা তাদের রাজনৈতিক বার্তা দেশবাসীর কাছে তুলে ধরবে এবং আগামীর নির্বাচনী পরিকল্পনার দিকনির্দেশনা দেবে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, দেশের বিভিন্ন জেলা থেকে জামায়াতপন্থী নেতা-কর্মীরা ছোট ছোট গ্রুপে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছেন। রাজধানীর শাহবাগ, কাকরাইল, টিএসসি, মৎস্য ভবন ও দোয়েল চত্বর এলাকায় দলের উপস্থিতি ছিল লক্ষণীয়। অনেকের হাতে দেখা গেছে দলটির প্রতীক দাঁড়িপাল্লা, যা সামনে নির্বাচনী প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে। গায়ে পাঞ্জাবির পাশাপাশি অনেকের পরনে ছিল সাদা গেঞ্জি—যার গায়ে লেখা ছিল ‘তারুণ্যের প্রথম ভোট, চাঁদাবাজের বিপক্ষে হোক’ এবং ‘দাঁড়িপাল্লায় ভোট দিন’।
দলীয় সূত্রে জানা গেছে, এই সমাবেশ সফল করতে জামায়াতে ইসলামী তিন জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে—যা চলবে রাজশাহী, সিরাজগঞ্জ এবং ময়মনসিংহ রুটে। ভোর থেকেই এই ট্রেনগুলোয় করে ঢাকায় প্রবেশ করেছেন শত শত নেতা-কর্মী। সকাল ১০টা থেকে কুরআন তেলাওয়াত, হামদ ও নাত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, যেখানে ধর্মীয় আবহ ছিল চোখে পড়ার মতো। মূল সমাবেশ দুপুর ২টায় শুরু হওয়ার কথা রয়েছে, যেখানে দলটির শীর্ষ নেতারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও দলীয় অবস্থান তুলে ধরবেন। এই সমাবেশকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী এলাকা ও আশপাশে ছিল সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।