
এই জুলাই মাসেই প্রতিশ্রুত “জুলাই সনদ” না হলে এর সম্পূর্ণ দায় অন্তর্বর্তী সরকার ও জাতীয় ঐকমত্য কমিশনের উপর বর্তাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ স্মরণে এক মৌন মিছিলপূর্ব সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
🔹 অন্তর্বর্তী সরকার মানেই তত্ত্বাবধায়ক সরকার — বিএনপি
সমাবেশে সালাহউদ্দিন বলেন,
“বিএনপি অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকার হিসেবেই দেখে। অথচ যারা আজ স্থানীয় সরকার নির্বাচন বা পিআর পদ্ধতির নামে অন্য খেলা খেলতে চায়, তাদের উদ্দেশ্যই অসৎ।”
তিনি দাবি করেন, বর্তমান সরকারের কোনো নির্বাচনি ম্যান্ডেট নেই, সুতরাং স্থানীয় সরকার নির্বাচন আয়োজনেরও কোনো অধিকার নেই তাদের।
🔹 গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে ‘ষড়যন্ত্র’
সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন,
“গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভক্তি তৈরির নানা ষড়যন্ত্র চলছে। কিন্তু জনগণকে সঙ্গে নিয়েই ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য সমুন্নত রাখতে হবে।”
🔹 মৌন মিছিল
সমাবেশ শেষে মৌন মিছিলটি পল্লবী থেকে শুরু হয়ে আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
প্রেক্ষাপট:
জুলাই সনদ নিয়ে চলমান রাজনৈতিক আলাপ-আলোচনার মধ্যে এই বক্তব্য বিএনপির পক্ষ থেকে সরকারের ওপর চাপ সৃষ্টির আরেকটি ধাপ বলে বিশ্লেষকদের মত। অন্তর্বর্তী সরকারের বৈধতা, কর্মপরিধি ও রাজনৈতিক দায়বদ্ধতা নিয়ে বিতর্ক এখন তুঙ্গে।