গোপালগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ রমজান মুন্সী মারা গেছেন

গোপালগঞ্জ সদর উপজেলার সহিংসতায় আরও একজনের মৃত্যু হয়েছে। গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন রমজান মুন্সী (২৮) নামে এক অটোরিকশাচালক। বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবাগত রাত পৌনে ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢামেক হাসপাতালে তিনি মারা যান। নিহত রমজান মুন্সী গোপালগঞ্জ সদর থানাপাড়া এলাকার মৃত আকবর মুন্সির ছেলে। পরিবার জানায়, বুধবার (১৬ জুলাই) দুপুরে চৌরঙ্গী কোর্ট এলাকা দিয়ে রিকশা চালিয়ে ফেরার সময় হঠাৎ সহিংসতার মধ্যে পড়েন তিনি। দুর্বৃত্তদের ছোড়া গুলি তার ডান হাত ও বগলে লাগে। পরে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও অবস্থা সংকটাপন্ন হওয়ায় রাতেই ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।

নিহতের ভাই ইমরান মুন্সী জানান, “আমার ভাই কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না। সে শুধু রিকশা চালাতো। সিনেমা হলের পাশ দিয়ে ফেরার সময় হঠাৎ গোলাগুলির মধ্যে পড়ে যায়।” ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। একই ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও দুইজন—সুমন বিশ্বাস (২০) ও আব্বাস আলী সরকার (৩০)। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রসঙ্গত, গোপালগঞ্জে এনসিপি পদযাত্রা ঘিরে সহিংসতার ঘটনায় এ পর্যন্ত মোট পাঁচজন নিহত হলেন। বুধবারের ভয়াবহ সংঘর্ষেই নিহত হন মোবাইল যন্ত্রাংশ ব্যবসায়ী সোহেল মোল্লা (৩৫), পোশাক ব্যবসায়ী দীপ্ত সাহা (২৫), সিরামিক দোকানকর্মী ইমন তালুকদার (১৭) ও নির্মাণ শ্রমিক রমজান কাজী (১৮)। প্রত্যক্ষদর্শীরা বলছেন, রাজনৈতিক উত্তেজনার মধ্যে সাধারণ মানুষও জীবন হারাচ্ছেন। এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও সক্রিয় হবার দাবি জানিয়েছে স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *