
২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকালে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংস ঘটনার প্রেক্ষিতে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে ১২টির তদন্ত সম্পন্ন করে চার্জশিট দাখিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৩টি হত্যা মামলা এবং অন্যান্য ধারায় আরও ৯টি মামলা। বৃহস্পতিবার (১৭ জুলাই) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়।
পুলিশ সদর দফতরের তথ্যমতে, তিনটি হত্যা মামলাই শেরপুর জেলার। এছাড়া অন্যান্য ৯টি মামলার মধ্যে রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর একটি, বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি, চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি, সিরাজগঞ্জ জেলার দুটি এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর তদন্তাধীন দুটি মামলা। মামলাগুলোর মধ্যে রাজনৈতিক সহিংসতা, সরকারি স্থাপনায় ভাঙচুর, পুলিশের ওপর হামলা এবং জনজীবনে বিঘ্ন ঘটানোর অভিযোগ অন্তর্ভুক্ত ছিল।
পুলিশ সদর দফতর জানায়, ছাত্র ও সাধারণ জনগণের অংশগ্রহণে সংঘটিত ওই গণ-অভ্যুত্থানের সময়ের ঘটনাগুলো গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। প্রত্যেকটি মামলার তদন্ত কার্যক্রম তদারকি করছেন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। দায়েরকৃত সব মামলার তদন্ত দ্রুত শেষ করে দোষীদের আইনের আওতায় আনতে পুলিশ বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে বার্তায় উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, তদন্তে গতি আনার এই পদক্ষেপ বিচারিক স্বচ্ছতা নিশ্চিত করবে এবং ভবিষ্যতে এ ধরনের সহিংসতা প্রতিরোধে ভূমিকা রাখবে।