
দেশজুড়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আবারও বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৭৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, তবে এই সময়ে কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী,
📍 সর্বোচ্চ ১১৬ জন ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে,
📍 ঢাকা মহানগরে ভর্তি হয়েছেন ৭৬ জন,
📍 ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ৬১ জন,
📍 রাজশাহী বিভাগে ৫৩ জন,
📍 চট্টগ্রামে ৪২ জন,
📍 খুলনাতে ১৮ জন,
📍 ময়মনসিংহে ৮ জন এবং
📍 সিলেটে ১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ বছরের জানুয়ারি থেকে ১৭ জুলাই সকাল পর্যন্ত মোট ১৬,২৮১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে মারা গেছেন ৬০ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ৩১ জন পুরুষ এবং ২৯ জন নারী।
স্বাস্থ্য অধিদফতর জানায়, বর্ষা মৌসুমে এডিস মশার প্রজনন বাড়ায় ডেঙ্গুর প্রকোপও বেড়ে যায়, তাই এখনই সচেতন না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। বিশেষজ্ঞরা দ্রুত পানি জমে এমন স্থান পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছেন।
➡️ পরামর্শ: জ্বর, চোখে ব্যথা, গায়ে ব্যথা বা র্যাশ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।