বেরোবির দেয়ালে দেয়ালে ‘ফিরবে শেখ হাসিনা’

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) যেন এক রাতেই অস্থির হয়ে উঠেছে। “জয়বাংলা” ও “শেখ হাসিনা ফিরবে”—এমন রাজনৈতিক স্লোগান সংবলিত দেয়াল লিখনের প্রতিবাদে বুধবার (১৬ জুলাই) দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে শহীদ মুখতার এলাহী হলের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়। ছাত্রদের দাবি, শহীদ আবু সাঈদের মৃত্যুবার্ষিকীর রাতে এই ধরনের রাজনৈতিক উস্কানি দেয়াল জুড়ে লেখা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করছে।





সমাবেশে বক্তারা অভিযোগ করেন, “শহীদ আবু সাঈদের নাম করে যারা রাজনৈতিক প্রচারণা চালাচ্ছে, তারা আসলে ক্যাম্পাসে ভয়ের পরিবেশ তৈরি করতে চায়। এ কাজ করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ।” বক্তারা প্রশাসনের নিষ্ক্রিয়তাকে দায়ী করে বলেন, প্রশাসনের চোখের সামনে এই সব ঘটনা ঘটে গেলেও তারা নীরব দর্শকের ভূমিকায়। শিক্ষার্থীদের অভিযোগ, “একসময় এই ছাত্রলীগ ক্যাম্পাসে হত্যাকাণ্ড ঘটিয়েছে। আজও তারা ফিরছে প্রশাসনের মদদে।”





ছাত্ররা ক্যাম্পাসে অবিলম্বে সব সিসিটিভি ক্যামেরা সক্রিয় করার দাবি জানায়। সেইসঙ্গে দেয়াল লিখনের ঘটনায় সংশ্লিষ্টদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, “যারা ফ্যাসিবাদের পক্ষে দেয়াল লিখেছে, তারা শিক্ষাঙ্গনে সন্ত্রাস ছড়াতে চায়। প্রশাসনের উচিত এখনই পদক্ষেপ নেওয়া।” এই ঘটনার পর পুরো বিশ্ববিদ্যালয়জুড়ে চাপা উত্তেজনা বিরাজ করছে। শিক্ষার্থীদের মতে, এটি কেবল দেয়াল লিখন নয়—বিশ্ববিদ্যালয়ের নিরপেক্ষতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি হামলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *