১৮ জুলাই যে পদ্ধতিতে ৫ দিন মেয়াদি ফ্রি ইন্টারনেট পাবেন গ্রাহকরা

জুলাই গণঅভ্যুত্থান দিবস স্মরণে আগামী ১৮ জুলাই (শুক্রবার) ‘ফ্রি ইন্টারনেট ডে’ ঘোষণা করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের সকল মোবাইল ফোন গ্রাহককে ৫ দিন মেয়াদি ১ জিবি ফ্রি ইন্টারনেট ডেটা দেওয়া হবে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ইতোমধ্যে বিটিআরসি সব মোবাইল অপারেটরদের প্রয়োজনীয় নির্দেশনা পাঠিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ১৮ জুলাই তারিখে সকাল থেকেই ব্যবহারকারীরা নির্ধারিত কোড ডায়াল করে বিনামূল্যে ডেটা পেতে পারবেন।

বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম মনিরুজ্জামান জানান, ৩ জুলাই ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নির্দেশনা এবং ৮ জুলাই অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ৯ জুলাই মোবাইল অপারেটরদের জানানো হয়েছে। সে অনুযায়ী, ১৮ জুলাই দিনভর গ্রাহকরা জিপি ১২১১৮০৭#, রবি ৪১৮০৭#, বাংলালিংক ১২১১৮০৭# ও টেলিটক ১১১১৮০৭# ডায়াল করে ১ জিবি ইন্টারনেট নিতে পারবেন, যা ৫ দিন পর্যন্ত ব্যবহারযোগ্য থাকবে। এই উদ্যোগের মাধ্যমে জনগণকে প্রযুক্তিতে আরও অন্তর্ভুক্ত করার পাশাপাশি দিবসটির তাৎপর্য তুলে ধরার লক্ষ্য রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিটিআরসি আরও জানিয়েছে, জনগণকে এ কর্মসূচি সম্পর্কে অবগত করতে টেলিভিশন চ্যানেলগুলোর স্ক্রলে নিচের বার্তাটি প্রচার করতে হবে:
‘জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ১৮ জুলাই সব মোবাইল ফোন গ্রাহক পাচ্ছেন ৫ দিন মেয়াদি ১ জিবি ফ্রি ডাটা। ফ্রি ডাটা পেতে ডায়াল করুন— জিপি 1211807#, রবি 41807#, বাংলালিংক 1211807#, টেলিটক 1111807# — ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।’
এমন উদ্যোগে সাধারণ মানুষ যেমন প্রযুক্তির সুফল পাচ্ছে, তেমনি জাতীয় দিবসগুলোতেও সংযুক্ত হচ্ছে ডিজিটাল অংশগ্রহণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *