
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে আগামী বৃহস্পতিবার (১৭ জুলাই) ঢাকাসহ দেশের সব জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১৬ জুলাই) এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। তিনি এ হামলাকে রাষ্ট্রীয় ফ্যাসিবাদের বহিঃপ্রকাশ উল্লেখ করে বলেন, “নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে নেতা-কর্মীদের ওপর নৃশংস হামলা চালিয়েছে, এমনকি তাদের গাড়িতে অগ্নিসংযোগ এবং পুলিশের এসপি অফিসেও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ রয়েছে।”
বিবৃতিতে আরও বলা হয়, এই বর্বর হামলায় বহু এনসিপি নেতা-কর্মী এবং সাধারণ জনগণ আহত হয়েছেন। তাদের অনেককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ত্রাসীরা শুধু হামলাই চালায়নি, তাদের অগ্নিসংযোগের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দলটি। মিয়া গোলাম পরওয়ার সরকারের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে বলেন, “এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত হচ্ছে, যা গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতার উপর নগ্ন হস্তক্ষেপ।”
জামায়াতে ইসলামী আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে এবং হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। দলটি সকল গণতান্ত্রিক ও ইসলামপন্থী শক্তিকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানিয়েছে। নেতারা বলেছেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধে সারা দেশের জনগণকে রাজপথে নামতে হবে।