
গোপালগঞ্জে এনসিপির (ন্যাশনাল কনজারভেটিভ পার্টি) সমাবেশে ছাত্রলীগের হামলার প্রতিবাদে সিলেটজুড়ে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকাল থেকে সিলেট শহরের গুরুত্বপূর্ণ চৌহাট্টা পয়েন্টে বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র ও স্থানীয় জনতা। ক্ষুব্ধ বিক্ষোভকারীরা রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে দ্রুত হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান।
বিক্ষোভ চলাকালীন সড়কে যান চলাচল একপ্রকার সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, যার ফলে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ে। পরিবহন শ্রমিক থেকে শুরু করে অফিসগামী কর্মজীবী মানুষেরা আটকে পড়েন দীর্ঘ যানজটে। বিক্ষোভকারীদের দাবি, একটি শান্তিপূর্ণ সমাবেশে হামলার মাধ্যমে গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে, যা কখনোই মেনে নেওয়া যায় না। তারা আরও বলেন, হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হলে সারাদেশে আন্দোলন ছড়িয়ে পড়বে।
চৌহাট্টা এলাকায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর সদস্যদেরও দেখা গেছে। প্রশাসন বিক্ষোভকারীদের শান্ত রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে এখনো উত্তেজনা পুরোপুরি থামেনি। এনসিপি কেন্দ্রীয় নেতারা দাবি করেছেন, এটি একটি পরিকল্পিত হামলা, যা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।