বনানীতে পথশিশু ধর্ষণ: মূল অভিযুক্ত গ্রেপ্তার

ঢাকা মহানগরীর বনানী থানাধীন মহাখালী এলাকায় গত রবিবার (১৪ জুলাই) সন্ধ্যার সময় এক নৃশংস পথশিশু ধর্ষণের ঘটনা ঘটে। ৯ বছর বয়সী এক শিশু পরিত্যক্ত একটি কক্ষে ধর্ষণের শিকার হয়। ঘটনায় বনানী থানা পুলিশ দ্রুত তৎপর হয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং শীঘ্রই অভিযুক্ত মো. আল আমিন (২১) কে মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যা ৭:৫০ মিনিটের দিকে মহাখালী থেকে গ্রেপ্তার করে।


পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাস্থল থেকে আহত শিশুকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি (One-Stop Crisis Centre) বিভাগে ভর্তি করা হয়েছে। আহত শিশুর মা বাদি হয়ে বনানী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। বনানী থানা পুলিশ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার নিশ্চিতের জন্য কাজ করছে এবং এরকম ঘটনায় শাস্তির ব্যবস্থা কড়াকড়ি করার প্রতিশ্রুতি দিয়েছে।


এই নির্মম ঘটনা সমাজের জন্য একবার আরও সতর্কবার্তা হয়ে দাঁড়িয়েছে যে, পথশিশুদের নিরাপত্তা ও তাদের অধিকার রক্ষায় আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। প্রশাসন ও জনসাধারণকে একসঙ্গে কাজ করে এমন অপরাধের শেকল বেঁধে রাখতে হবে, যাতে কোনো শিশুই ভবিষ্যতে এমন বর্বরতায় আক্রান্ত না হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *