
ময়মনসিংহের ভালুকা এলাকায় পারিবারিক কলহের জেরে এক হৃদয়বিদারক ট্রিপল হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। নিহতরা হলেন নজরুল ইসলামের ভাবি ময়না আক্তার এবং তার দুই ছোট শিশু সন্তান। মঙ্গলবার (১৫ জুলাই) রাত ৯টার দিকে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ন কবীর ঢাকা পোস্টকে জানান, আসামি নজরুল ইসলাম গ্রেপ্তার হয়ে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, বাসায় বিনা খরচে থাকা ও খাওয়ার জন্য ভাবির পক্ষ থেকে দেওয়া টানাপোড়েনই ছিল মূল কারণ।
ওসি জানান, পারিবারিক কলহ ও ভাবির টানাপোড়েনের কারণে দেবর নজরুল ইসলাম তার নিজের অসুস্থ জেদ ধরে ধরে ভাবিকে বঁটি দিয়ে গলা কেটে হত্যা করে। একইভাবে হত্যা করা হয়েছে ভাবির দুই শিশু সন্তানকেও। ১৪ জুলাই ভোররাতে এই বর্বরোচিত ঘটনার পর তিনি ঘরটি তালাবদ্ধ করে পালিয়ে যান। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করলে দ্রুত তাকে গ্রেপ্তার করে এবং আদালতে জবানবন্দি রেকর্ড শেষে কারাগারে পাঠানো হবে।
অপরদিকে, ওসি আরও জানান, গ্রেপ্তার আসামি নজরুল ইসলাম এর আগে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলার আসামি হয়ে দুই বছর কারাগারে ছিলেন। মুক্তির পর তার বড় ভাই তাকে নিজের বাসায় নিয়ে আসেন এবং কয়েক মাস ধরে একসঙ্গে বসবাস করছিলেন। কিন্তু বিনা খরচে থাকার টানাপোড়েন থেকে শুরু হওয়া পারিবারিক দ্বন্দ্ব এতটাই ঘনিষ্ট পরিণতিতে পৌঁছায় যে, তা এই নৃশংস হত্যাকাণ্ডের পথ প্রশস্ত করে। ঘটনায় স্থানীয় সমাজ গভীর উদ্বেগ ও শোকপ্রকাশ করেছে।