
‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষ্যে আগামী বুধবার (১৬ জুলাই) দিনব্যাপী রাষ্ট্রীয়ভাবে শোক পালন করবে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (১৫ জুলাই) মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, এই দিন দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যাতে শহীদদের স্মরণে দেশব্যাপী এক শোকাবহ পরিবেশ সৃষ্টি হয় এবং জনগণ তাঁদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে পারে। এ উপলক্ষে দেশের সব মসজিদে শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হবে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও তাঁদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হবে।
সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। তাঁদের দাবি, ‘জুলাই শহীদ দিবস’ শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং তা জাতির জন্য গভীর আত্মবিশ্লেষণের একটি দিন। এই উদ্যোগ নতুন প্রজন্মের মাঝে ইতিহাস সচেতনতা জাগিয়ে তুলবে বলেও আশা প্রকাশ করেন বিশিষ্ট নাগরিকরা।